Read more
Adobe Photoshop সত্যি বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার যা শুধুমাত্র প্রোফেশনাল ই নয় বরং স্টুডেন্টদের ও শেখা প্রয়োজন। কম্পিউটার চালাতে গেলে, বিশেষ করে ইউনিভার্সিটির প্রোজেক্ট/অ্যাসাইনমেন্ট, টুকিটাকি কাজ এমনকি অনলাইনে আয়ের মত সেক্টরে কাজ করতে গেলেও এর ব্যবহার কিছুটা জানা থাকা জরুরী।
তাই এর বেসিকটা হলেও সবাইকে জেনে রাখা উচিত। আর এইজন্যই আজকের পোস্ট।
আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে বা শখের বসে ফটোশপ শিখতে চাই। তাছাড়া, ফটো এডিটিং এর যুগে অ্যাডোব ফটোশপ (Adboe Photoshop) একটি অপ্রতিদ্বন্দ্বী সফটওয়্যার। প্রচুর টুলস এবং অপশন দিয়ে সমৃদ্ধ করে হয়েছে প্যানেলগুলো। কাজেই সঠিকভাবে এই টুল গুলো সম্পর্কে জানা এবং এর প্রয়োগ অত্যন্ত জরুরী।
0 Comments